Search
জালনোট সহ পাচারকারীকে গ্রেফতার
- আমাদের মালদা ডিজিট্যাল
- May 13, 2019
- 1 min read
Updated: Nov 21, 2020
৩২ হাজার টাকার জালনোট সহ এক পাচারকারীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। গতকাল রাতে ইংরেজবাজারের সুস্থানী মোড় থেকে ওই পাচারকারীকে গ্রেফতার করা হয়। ধৃত পাচারকারীকে আজ জেলা আদালতে পেশ করা হয়েছে।
ধৃত পাচারকারীর নাম হাকিম শেখ (৩৪)। বাড়ি কালিয়াচক থানার সুজাপুর চাঁদপাড়া এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে ইংরেজবাজার থানার পুলিশ হানা দেয় সুস্থানী মোড় এলাকায়। সেখানে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে এক ব্যক্তিকে আটক করে পুলিশকর্মীরা। তল্লাশি চালিয়ে তার হেপাজত থেকে উদ্ধার হয় প্রায় ৩২ হাজার টাকার জালনোট। উদ্ধার হওয়া সমস্ত নোটগুলি ৫০০ টাকার। ধৃত পাচারকারীকে আজ জেলা আদালতে পেশ করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
Comments