top of page

পুজোর মরশুমে জালনোট ছড়িয়ে দেওয়ার ছক!

প্রায় ১৩ লক্ষ টাকার জালনোট সহ দুই যুবককে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতরা বিহারের বাসিন্দা। পুজোর মরশুমে জালনোট কারবারিরা সক্রিয় হয়ে উঠছে বলে অনুমান করছেন জেলা পুলিশের আধিকারিকরা। জালনোটের কারবার রুখতে সক্রিয় রয়েছে পুলিশের গোয়েন্দা বিভাগও।


গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে কালিয়াচক থানার সুলতানগঞ্জ এলাকায় থেকে দুই যুবককে আটক করে এসটিএফ৷ জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর না মেলায় তল্লাশি চালিয়ে ধৃতদের হেপাজত উদ্ধার হয় ১৩ লক্ষ ৪ হাজার ৫০০ টাকার জাল নোট৷ উদ্ধার হওয়া সমস্ত নোটগুলি ৫০০ টাকার। গ্রেফতার করা হয় ওই দুই ব্যক্তিকে৷ ধৃতদের নাম সঞ্জয় প্রজাপত (৩২) ও মঞ্জয় কুমার (১৯)৷ দু’জনেরই বাড়ি বিহারের গয়া জেলার কোঠি থানা এলাকার শিবা বসতা গ্রামে৷ ধৃতদের গতকালই কালিয়াচক থানার পুলিশের মাধ্যমে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।



প্রাথমিকভাবে পুলিশের একাংশ মনে করছেন, এই চক্রের পাণ্ডারা পুজোর মরশুমকে হাতিয়ার করে জালনোট ছড়িয়ে দেওয়ার ছক কষেছে। ধৃতরা কোথায় থেকে এত জাল নোট পেয়েছিল, কোথায় এসব সরবরাহ করত তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী অফিসাররা। পাশাপাশি এই চক্রকে রুখতে সক্রিয় রয়েছে পুলিশের গোয়েন্দা বিভাগ। সংবেদনশীল এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সাদা পোশাকের পুলিশও।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page