জাল সার্টিফিকেট দিয়ে চাকরিতে একাধিক আবেদন, তদন্তে পুলিশ
top of page

জাল সার্টিফিকেট দিয়ে চাকরিতে একাধিক আবেদন, তদন্তে পুলিশ

জাল সার্টিফিকেট দিয়ে চাকরিতে আবেদনের অভিযোগ মালদায়। গ্রামীণ ডাক সেবক নিয়োগের দরখাস্তে ১৫টি ভুয়ো সার্টিফিকেটের হদিশ পেয়েছে মালদা জেলা ডাক বিভাগ। পুরো বিষয়টি নিয়ে পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


সম্প্রতি মালদা জেলা ডাক ডিভিশনে গ্রামীণ ডাক সেবক নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়। চাকরিপ্রার্থীদের জমা দেওয়া সার্টিফিকেট পরীক্ষা করতেই বিষয়টি সামনে আসে। আবেদনপত্রগুলির মধ্যে ১৫টি জাল সার্টিফিকেটের হদিশ পেয়েছে ডাক বিভাগ।


ডাক বিভাগের এক আধিকারিক জানান, সার্টিফিকেট গুলি দেখে সন্দেহ হয়। সেই কারণে সার্টিফিকেটগুলির সত্যতা নিয়ে খোঁজ করা হয়। চিঠি মারফৎ সংশ্লিষ্ট দপ্তরের কাছে সার্টিফিকেটগুলি সত্যতা জানতে চাওয়া হয়। এরপরই ওই দপ্তর থেকে সার্টিফিকেটগুলি জাল তা জানিয়ে দেওয়া হয়। পুরো বিষয়টি নিয়ে পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়ে তদন্তের আবেদনে করা হয়েছে।


ফাইল চিত্র।

জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, জাল সার্টিফিকেট দিয়ে আবেদনকারী ১৫জন কর্মপ্রার্থীদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। তাদের খোঁজ শুরু হয়েছে। আবেদনকারীরা জাল সার্টিফিকেট কোথায় পেল? এর পেছনে কোনও চক্র জড়িয়ে আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page