জাল সার্টিফিকেট দেখিয়ে চাকরি, আদালতের নির্দেশে মালদায় গ্রেফতার ১
top of page

জাল সার্টিফিকেট দেখিয়ে চাকরি, আদালতের নির্দেশে মালদায় গ্রেফতার ১

সার্টিফিকেট জালিয়াতি করে চাকরিতে যোগ দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, ভুয়ো সার্টিফিকেট ব্যবহার করে চাকরি নেওয়ার অভিযোগে উচ্চ আদালত বেশ কয়েকদিন আগেই ওই ব্যক্তিকে গ্রেফতারের নির্দেশ দেয়।


ধৃত ব্যক্তির নাম তপন মণ্ডল। বাড়ি ভূতনি থানার উত্তর চণ্ডীপুর অঞ্চলের তাজপুর এলাকায়। জানা গিয়েছে, কোচবিহারের প্রাণনাথ হাইস্কুলে শিক্ষক হিসেবে যোগ দেন অভিযুক্ত তপন মণ্ডল। পরে জানা যায় তার এসসি সার্টিফিকেট জাল। এরপরেই তপন মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে উচ্চ আদালত তপন মণ্ডলকে গ্রেফতারের নির্দেশিকা জারি করে। উচ্চ আদালতের নির্দেশ পেয়ে গতকাল রাতে মথুরাপুর ভূতনি সেতু সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় তপনকে। ধৃতকে আজ মালদা আদালতে পেশ করা হয়েছে।


fake-certificate-for-job-arrest-1-in-Malda
ধৃতকে আজ মালদা আদালতে পেশ করা হয়েছে

তপন মণ্ডল জানান,

কোচবিহারের কোনও স্কুলে যোগদান করার নিয়োগপত্র পেয়েছিলেন। কিন্তু, তিনি চাকরিতে যোগদান করেননি।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page