নতুন ব্লক কমিটি ঘোষণা হতেই তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে
- আমাদের মালদা ডিজিট্যাল
- 2 days ago
- 1 min read
তৃণমূলের নতুন ব্লক কমিটি ঘোষণার পরেই যে শাসক শিবিরে ফের গোষ্ঠীকোন্দল মাথা চারা দিতে পারে সেই আশঙ্কা ছিলই। হরিশ্চন্দ্রপুরের ঘটনা যেন আশঙ্কাকেই বাস্তবায়িত করল। রাতের অন্ধকারে সেখানে জেলা পরিষদ সদস্য বুলবুল খান ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে মন্ত্রী তজমূল হোসেনের অনুগামীদের বিরুদ্ধে। এনিয়ে ইতিমধ্যে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারি ও শাস্তির দাবিতে পথ অবরোধ করে চলতে থাকে বিক্ষোভও। বিষয়টি খোঁজ নিয়ে দেখার দাবি করেছেন মন্ত্রী তজমূল হোসেন।
সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তজমূল হোসেন ও মালদা জেলা পরিষদের সদস্য বুলবুল খানের দ্বন্দ্ব সামনে এসেছে৷ সম্প্রতি দলের তরফে ঘোষিত ব্লক কমিটির তালিকা থেকে বাদ পড়েছেন বুলবুল ঘনিষ্ঠ জিয়াউর রহমান। সেই পদে স্থান পেয়েছেন তজমূল ঘনিষ্ঠ মোশারফ হোসেন। আরও পদে একই ছবি দেখা গিয়েছে। মন্ত্রীর অঙ্গুলি হেলনেই এই পরিবর্তন হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন বুলবুল ঘনিষ্ঠরা।
মঙ্গলবার রাতে বুলবুল ঘনিষ্ঠ হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য মন্দিরা দাসের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা৷ অভিযোগ, তাঁদের বাড়ি, গাড়িতে ভাঙচুর চালানো হয়৷ পরে বুলবুল ঘনিষ্ঠ আরেক নেতা, আইএনটিটিইউসির ব্লক সভাপতি সাহেব দাসের রেস্তোঁরাতে ভাঙচুর চালানো হয়৷ হামলাকারীদের সকলেই মন্ত্রী তজমুল ঘনিষ্ঠ বলেও অভিযোগ৷
এনিয়ে বুধবার হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরে ৮১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা৷

মন্দিরা দাস জানান, গতকাল রাতে ওরা আমার স্বামীকে খুন করতে এসেছিল৷ স্বামীকে না পেয়ে ওরা ভাঙচুর চালিয়েছে। ওরা ১০-১৫টি বাইক নিয়ে এসে এই তাণ্ডব চালায়৷ রাজনীতিতে না পেরে ওরা আমার স্বামীকে খুন করার পরিকল্পনা করেছে৷ ঘটনার কথা আমরা পুলিশকে জানিয়েছি৷
কলকাতা থেকে মন্ত্রী তজমুল হোসেন জানান, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি৷ তারপর এনিয়ে মন্তব্য করা যাবে।