মালদা মেডিকেলে সিবিআই, গ্রেপ্তার ফেসিলিটি ম্যানেজার
মালদা মেডিকেলের ফেসিলিটি ম্যানেজারকে গ্রেপ্তার করল সিবিআই। মেডিকেল সূত্রে খবর, পুরোনো একটি ঘটনায় সমন জারি হওয়ার পরও হাজিরা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। আজ দুপুরে কর্তব্যরত অবস্থায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন তিনি।
মেডিকেল সূত্রে জানা গিয়েছে, প্রায় চার মাস আগে ফেসিলিটি ম্যানেজার পদে মালদা মেডিকেলে যোগ দেন অভিজিৎ দাস। এর আগে তিনি কামারহাটি বিধানসভা কেন্দ্রের বরানগর হাসপাতাল ও পরে আলিপুরদুয়ারে কর্মরত ছিলেন। সেখান থেকে বদলি হয়ে মালদায় যোগদান করেছিলেন তিনি।

মেডিকেল সুপার প্রসেনজিৎ বর জানান, প্রায় চার মাস আগে ফেসিলিটি ম্যানেজার পদে মালদা মেডিকেলে যোগ দিয়েছিলেন অভিজিৎ দাস। আজ সকালে সিবিআইয়ের এক প্রতিনিধি দল তাঁকে গ্রেপ্তার করেছে। আপাতত জানতে পেরেছি, পুরোনো কোনও ওই কেসে ওনাকে এর আগে একাধিকবার সমন করা হয়েছিল। সমনে উপস্থিত না হওয়ায় ওনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। সিবিআইয়ের মেডিকেলে আসার পর আমরা থানাতেও যোগাযোগ করেছিলাম। দুপুর নাগাদ সিবিআইয়ের ওই দল অভিজিৎ দাসকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
留言