ভরতি প্রক্রিয়া নিয়ে উত্তেজনা চাঁচল কলেজে, মারধরের অভিযোগ
চাঁচল কলেজে ভরতি প্রক্রিয়া নিয়ে উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন বিশাল পুলিশবাহিনী। ভরতি প্রক্রিয়া চলাকালীন ছাত্র পরিষদের কর্মীকে বেধড়ক মারধর ও মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ টিএমসিপি’র বিরুদ্ধে। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন টিএমসিপি নেতা।
চাঁচল কলেজে শুরু হয়েছে প্রথম বর্ষের ভরতি প্রক্রিয়া। জানা গিয়েছে, এদিন চাঁচল কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্র তথা ছাত্র পরিষদের সদস্য আমির সোহেল তাঁর ভাইকে কলেজ দেখাতে নিয়ে আসেন। অভিযোগ, সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের দুই সদস্য তাঁদেরকে ডেকে নিয়ে গিয়ে কলেজ গ্রাউন্ডে বেধড়ক মারধর করে। চেয়ার দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনার পর আহত ছাত্র পরিষদের সদস্যকে তড়িঘড়ি চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল ভরতি করা হয়। সমস্ত ঘটনা জানিয়ে পুলিশে অভিযোগ দায়ের করবেন বলে জানান আক্রান্ত ছাত্র পরিষদের সদস্য।
[ আগের খবরঃ ভাতা না পেলে দুর্গাপুজো বন্ধ রাখার ডাক পুরোহিত সভার ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments