top of page

চোলাই বিরোধী অভিযানে আবগারি দপ্তর

লোকসভা নির্বাচনের আগে লাগাতার চোলাই বিরোধী অভিযান চলছে আবগারি দপ্তরের। এবার ইংরেজবাজারে ২ লক্ষ ৭৫ হাজার টাকার চোলাই মদ ও তৈরির সামগ্রী নষ্ট করল আবগারি দপ্তর।


ree

আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে আজ ভোরে দপ্তরের কর্মীরা কোতওয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকায় হানা দেয়। তথ্য অনুযায়ী একটি আম বাগানে ঢুকতেই চোলাই তৈরির কাজ চলতে দেখেন কর্মীরা। আবগারি দপ্তরকে আসতে দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রস্তুতকারকরা। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় প্রায় ৭০ লিটার চোলাই মদ ও ১১৫০ লিটার চোলাই তৈরির কাঁচামাল সহ বেশ কিছু সামগ্রী। উদ্ধার হওয়া সামগ্রীর বাজারমূল্য প্রায় ২ লক্ষ ৭৫ হাজার টাকা।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page