top of page

মূলস্রোতে ফিরেও মেলেনি চাকরি, জেলাশাসকের দ্বারস্থ প্রাক্তন কেএলওরা

মুখ্যমন্ত্রীর আশ্বাসে সমাজের মূল স্রোতে ফিরে আসার পরেও এখনও চাকরি থেকে বঞ্চিত মালদা জেলার শতাধিক কেএলও লিংকম্যান। মুখ্যমন্ত্রীর মালদা সফরের আগে ফের চাকরিতে নিয়োগের দাবিতে জেলাশাসকের দ্বারস্থ হবিবপুর, বামনগোলা ও গাজোল ব্লকের প্রাক্তন কেএলও লিংকম্যানরা।


জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির পর জেলার বহু কেএলও লিংকম্যান আত্মসমর্পন করে। দীর্ঘদিন ধরে তাঁরা চাকরির জন্য সরকারের কাঠে দাবি তুলে আসছিল। অবশেষে রাজ্য সরকার জেলার ৪২ জনকে হোমগার্ডের চাকরি দেয়। তবে এখনও শতাধিক কেএলও লিংকম্যান চাকরি থেকে বঞ্চিত রয়েছেন। ওই লিংকম্যানরা আজ জেলাশাসকের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি চান।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Kommentare


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page