টোটোয় যাচ্ছে ইভিএম, প্রশ্ন উঠছে নিরাপত্তার
top of page

টোটোয় যাচ্ছে ইভিএম, প্রশ্ন উঠছে নিরাপত্তার

অষ্টম দফার নির্বাচনে ইভিএমের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠে গেল৷ এই প্রথম মালদায় টোটোয় ইভিএম সহ অন্যান্য সামগ্রী চাপিয়ে ভোটকেন্দ্রে গেলেন নির্বাচনকর্মীরা৷ যদিও এনিয়ে প্রশ্ন উঠলেও উত্তর দেওয়ার জন্য কাউকে পাওয়া যায়নি৷


আগামীকাল মালদা জেলার ছ’টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে৷ তার জন্য মালদা পলিটেকনিক ও মালদা কলেজে আজ ডিসিআরসি করা হয়েছিল৷ করোনা আবহে ভিড়ে ঠাসা সেন্টার থেকেই নির্বাচনি সামগ্রী সংগ্রহ করতে হয়েছে ভোটকর্মীদের৷ ৪০ ডিগ্রির বেশি তাপ মাথায় নিয়ে অপেক্ষা করতে হয়েছে ঘণ্টার পর ঘণ্টা৷ একসময় ধৈর্যের বাঁধ ভেঙে ভোটকর্মীরা নিজেদের মধ্যেই বচসা শুরু করে দেন৷ এমনকি হাতাহাতির উপক্রম হয়৷ অব্যবস্থার জন্য তাঁরা কমিশনকেই দায়ী করেছেন৷ অনেকেই জানিয়েছেন, এবার ভোট নিতে গিয়ে তাঁদের অনেককেই করোনার শিকার হতে হবে৷ সব মিলিয়ে প্রবল আতঙ্কে রয়েছেন তাঁরা৷



এরই মধ্যে এবার দেখা গিয়েছে, টোটোয় চেপে বুথের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন ভোটকর্মীরা৷ প্রতিটি বুথের জন্য দুটি টোটো৷ জানা গেল, শুধুমাত্র মালদা ও পুরাতন মালদা শহর এলাকায় থাকা বুথের জন্য টোটো অধিগ্রহণ করা হয়েছে৷ ইংরেজবাজার কেন্দ্রের জন্য ৪৩০টি ও মালদা কেন্দ্রের জন্য ১৭২টি টোটো নেওয়া হয়েছে৷ দেখা গিয়েছে, মাত্র একজন পুলিশকর্মীর নিরাপত্তায় টোটো নিয়ে কর্মীরা বুথের দিকে যাচ্ছেন৷ অনেক পুলিশকর্মীর হাতে বন্দুকও নেই৷ ভোটকর্মীদের অনেকেই জানিয়েছেন, যতই কাছাকাছি বুথ থাকুক, রাস্তায় দুষ্কৃতীরা যদি ইভিএম লুট কিংবা ভাঙচুর করে, সেক্ষেত্রে একজন পুলিশকর্মী কি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন? খোলা গাড়িতে ইভিএম ও অন্যান্য সামগ্রী নিয়ে বুথে যাওয়া কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন রয়েছে পুলিশকর্মীদের মনেও৷ যদিও তাঁরা এনিয়ে কেউ প্রকাশ্যে মন্তব্য করতে চাননি৷ জানা গিয়েছে, ভোট নিয়ে ফেরার সময় তাঁদের যথাযথ নিরাপত্তায় ডিসিআরসিতে ফিরিয়ে আনা হবে৷ তবে এই যাতায়াতে ইভিএমের নিরাপত্তা বজায় থাকে কিনা সেটাই এখন দেখার৷




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page