শহরের নিকাশি নালা পরিষ্কারে উচ্ছেদ অভিযান
শহরের নিকাশি নালা পরিষ্কার করতে হাইড্রেনের ওপর গজে উঠা দোকান উচ্ছেদে নামল মালদা জেলা প্রশাসন। মহকুমাশাসকের (সদর) নেতৃত্ব চলে উচ্ছেদ অভিযান। যদিও একটি দোকান ভাঙার পরেই বাকি দোকানদাররা দোকান সরিয়ে নেওয়ার জন্য ২৪ ঘণ্টা সময় চান।
সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে যায় মালদা শহর। আর একটু ভারী বৃষ্টিতে শহরের কী ছবি হতে পারে তা কয়েকদিন আগেই দেখেছে সকলে। বর্ষায় সেই ছবি রুখতে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। শহরের সমস্ত নিকাশি নালা পরিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশ অনুযায়ী শুরু হয়েছে কাজ। তবে মালদা মেডিকেল কলেজের সামনে হাইড্রেনের ওপর গজিয়ে উঠেছে অস্থায়ী দোকান-হোটেল। হাইড্রেন পরিষ্কারের জন্য মালিকদের দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেই নির্দেশ না মানায় আজ উচ্ছেদ অভিযানে নামেন সদর মহকুমাশাসক সুরেশচন্দ্র রানো। একটি দোকান ভেঙে ফেলতেই অন্যান্য মালিকরা ২৪ ঘণ্টার জন্য সময় চেয়ে নেন। মহকুমাশাসক তাঁদের আবেদনে সাড়া দিয়ে উচ্ছেদ অভিযান বন্ধ করেন। তবে আগামীকাল ওই এলাকায় কোনও দোকান থাকলে তা ভেঙে দেওয়া হবে বলেও সাফ জানিয়েছেন মহকুমাশাসক।
[ আরও খবরঃ মালদার কান্ডারণ থেকে উদ্ধার বিরল পাইথন ও কিং-কোবরা ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários