রথবাড়ি যানজটমুক্ত করতে উচ্ছেদ অভিযান
রথবাড়ি সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কের ফুটপাত পুনরুদ্ধারে উচ্ছেদ অভিযান চালাল ইংরেজবাজার পুরসভা৷ প্রয়োজনে অস্থায়ী ব্যবসায়ীদের বাজারে নতুন জায়গা করে দেওয়ার কথাও জানান ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান৷
শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি দিয়ে চলে গিয়েছে ৩৪ নম্বর জাতীয় সড়ক৷ রথবাড়ি সংলগ্ন এলাকার জাতীয় সড়কের ধারের ফুটপাতগুলি দখল করে চলছিল ব্যবসা৷ এই ফুটপাত যেন হয়ে উঠেছিল অস্থায়ী বাজার৷ আর এই বাজারের সমস্ত আবর্জনা জমা হচ্ছিল জাতীয় সড়কে৷ আজ সাতসকালে রথবাড়িতে অস্থায়ী বাজার তুলতে উচ্ছেদ অভিযান চালাল ইংরেজবাজার পুরসভা৷ এদিনের উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন ডিএসপি (হেড কোয়ার্টার) বিপুল মজুমদার সহ অন্যান্য পুলিশ কর্তারা৷
পুরসভার চেয়ারম্যান জানান, জাতীয় সড়কে দুর্ঘটনা এড়াতে ও শহরকে পরিষ্কার রাখতে এই অভিযান চালানো হয়৷ প্রয়োজনে অস্থায়ী ব্যবসায়ীদের ৪২০ মোড়ে কিংবা ফুলবাড়িতে বসার জায়গা করে দেওয়া হবে৷
Comments