নারী দিবসে পুলিশের উদ্যোগকে সাধুবাদ সকলের
আজ আন্তর্জাতিক নারী দিবস। এই দিনেই হারিয়ে যাওয়া এক মহিলাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল বামনগোলা থানার পুলিশ। নারী দিবসে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
দক্ষিণ দিনাজপুরের তপন থানার নয়াপাড়ার এক মহিলা মায়া রাজবংশী গত ৬ মার্চ নিখোঁজ হয়ে যান। পরিবারের লোকজন থানায় মিসিং ডায়ারি করে খোঁজ চালাতে থাকেন। বামনগোলা থানার পুলিশ মুদিপুকুর এলাকার একটি ফাঁকা মাঠ থেকে ওই মহিলাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে তাঁর নিখোঁজ হওয়ার বিষয়টি জানতে পেরে তপন থানার সঙ্গে যোগাযোগ করে ওই মহিলার পরিবারকে মায়াদেবীর কথা জানানো হয়। আজ মায়াদেবীকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
[ আরও খবরঃ নারী দিবসে মন জয় করা ছবি মালদা রেল ডিভিশনে ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarios