Search
সমকাজে সমবেতনের দাবিতে বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
- আমাদের মালদা ডিজিট্যাল
- Dec 9, 2020
- 1 min read
পশ্চিমবঙ্গ শিক্ষা ঐক্য মঞ্চ মালদা জেলা কমিটির ডেপুটেশন ঘিরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ল মালদা জেলা প্রশাসনিকভবন চত্বরে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হতেও দেখা যায়।
সমকাজে সমবেতন সহ একাধিক দাবিতে আজ জেলাশাসকের কাছে ডেপুটেশন জমা দিতে আসেন জেলার চুক্তিভিত্তিক শিক্ষক, প্রশিক্ষক এবং শিক্ষাকর্মীরা। দুপুরে মালদা শহরের টাউন হল থেকে একটি মিছিল সারা শহর পরিক্রমা করে জেলা প্রশাসনিকভবন চত্বরে জমায়েত হয়। শিক্ষাকর্মীদের প্রশাসনিকভবনের ভেতরে ঢুকতে বাধা দিলে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু করে তাঁরা। যদিও পরে বিশাল পুলিশবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ শিক্ষা ঐক্য মঞ্চের ডাকে ১১ জানুয়ারি নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসাবে আজ প্রতি জেলায় এই সংগঠনের উদ্যোগে জেলাশাসকের মারফত মুখ্যমন্ত্রীকে কাছে স্মারকলিপি দেওয়া হয়।
[ আরও খবরঃ ছয় হাজার ইয়াবা ট্যাবলেট সহ ধৃত এক ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarios