top of page

দুপুরে বাড়ি ঢুকে টাকা দাবি, ছুরি দিয়ে কুপিয়ে পালাল দুষ্কৃতী

দিনের আলোয় এক মহিলাকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠল ইংরেজবাজারে। আক্রান্ত মহিলা বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।



আক্রান্ত মহিলার নাম প্রীতি বৈশ্যমালী (৪০)। স্বামী মিঠু বৈশ্যমালীর গাড়ির ব্যবসা রয়েছে। ব্যবসার কারণে তাঁরা ইংরেজবাজার পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লিতে ভাড়া থাকতেন। অভিযোগ, আজ দুপুরে নূর আহমেদ নামে এক ব্যক্তি তার দুই সঙ্গীকে নিয়ে প্রীতিদেবীর বাড়িতে আসে। প্রীতিদেবীর মাথায় বন্দুক ধরে ৩ লক্ষ টাকা চায় নূর। প্রীতিদেবী পালানোর চেষ্টা করলে নূর আহমেদ তাঁর পেটে ছুরি মেরে দেয়। প্রীতিদেবীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে নূর আহমেদকে ধরার চেষ্টা করে। তবে নূর পালাতে সক্ষম হয়। স্থানীয় বাসিন্দারা প্রীতিদেবীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ভরতি করেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।


এদিকে, খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে এসে মোটরবাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page