top of page

নোংরা জল ফেলাকে কেন্দ্র করে বাঁশ নিয়ে হামলা

বাড়ির সামনে নোংরা জল ফেলার প্রতিবাদ করায় কাকুর হাতে আক্রান্ত যুবক। আক্রান্ত যুবক বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার কমলাবাড়ি এলাকায়। এই ঘটনায় লিখিত অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।



আহত যুবকের নাম গোলাম মহিউদ্দিন। অভিযোগ, বাড়ির পাশে প্রতিনিয়ত তার কাকু ইব্রাহিম শেখ নোংরা জল ফেলত। এরই প্রতিবাদ করেছিল সে। প্রতিবাদ করায় গতকাল রাত্রে বাঁশ দিয়ে তার ওপর হামলা করে ইব্রাহিম শেখ। রক্তাক্ত অবস্থায় গোলামকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন সে। এই ঘটনায় লিখিত অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page