ইংরেজবাজারে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম লুঠ
একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম লুঠের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ইংরেজবাজারের দুই নম্বর গভঃ কলোনি এলাকায়৷ ঘটনাস্থলে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷
জানা গেছে, আজ সকালে স্থানীয় বাসিন্দারা এটিএমের ভেতর থেকে পোড়া গন্ধ পান৷ ভেতরে গিয়ে দেখেন এটিএম ভাঙা অবস্থায় পড়ে রয়েছে৷ বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি খবর দেওয়া হয় ইংরেজবাজার থানায়৷ খবর দেওয়া হয় ব্যাংক কর্তৃপক্ষকেও৷
স্থানীয় এক বাসিন্দা জানান, আজ সকালে এসে তাঁরা দেখেন এটিএম ভাঙা৷ এক দিকে গ্যাস কাটার দিয়ে কেটে এটিএম লুঠ করা হয়েছে৷ ঘটনাস্থলে ইংরেজবাজার থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে৷
এই ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments