বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ এনবিএসটিসি ডিপোয়
top of page

বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ এনবিএসটিসি ডিপোয়

বকেয়া বেতন এবং পেনশনের দাবিতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার মালদা ডিপোয় বিক্ষোভ দেখাল বামফ্রন্টের শ্রমিক সংগঠন সিআইটিইউ অনুমোদিত নর্থবেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়নের মালদা শাখা।



এদিন সংগঠনের পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে সংগঠনের পক্ষে নুরুল ইসলাম জানান, গত জানুয়ারি মাসের বেতন এবং পেনশন তাঁরা এখনো পর্যন্ত পাননি। আগামীতে তাঁরা এই পেনশন এবং বেতন পাবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। উত্তরবঙ্গ জুড়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার স্থায়ী ও অস্থায়ী কর্মী নিয়ে প্রায় সাড়ে চার হাজার কর্মী এই সমস্যায় ভুক্তভোগী। সমস্যার সমাধান নিয়ে তারা উত্তরবঙ্গের ডিরেক্টরকে বিষয়টি জানিয়েছেন। দ্রুত এই সমস্যার সমাধান না হলে বড়োসড়ো আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন নুরুল ইসলাম।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page