top of page

আনুমানিক ২ কোটির ড্রাগ সহ গ্রেফতার পাচারকারী

গোপনসূত্রে খবর পেয়ে গতকাল রাতে ৮৫০ গ্রাম ড্রাগ সহ এক যুবককে গ্রেফতার করল নারকোটিক ব্যুরো৷ ধৃত যুবককে এদিন জেলা আদালতে তোলা হয়েছে।


ধৃত যুবকের নাম সুমন দাস৷ বাড়ি উত্তর দিনাজপুরের ডোমকলের লোকনাথপাড়ায়৷ গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে নারকোটিক ব্যুরোর আধিকারিকরা ইংরেজবাজার থানার কমলাবাড়ি বাধাপুকুর সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে ওই যুবককে গ্রেফতার করে৷ ওই যুবকের হেপাজত থেকে ৮৫০ গ্রাম ড্রাগ সহ একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে৷ জানা গেছে, ওই যুবক ড্রাগগুলি উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে কালিয়াচকে নিয়ে যাচ্ছিল৷ নারকোটিক ব্যুরোর আধিকারিকরা ধৃত সুমনের বাড়ির তল্লাশি শুরু করেছে৷ ধৃত যুবককে এদিন জেলা আদালতে তোলা হয়েছে৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page