মালদা কলেজের প্ল্যাটিনাম জয়ন্তী উপলক্ষ্যে পথে শোভাযাত্রা
top of page

মালদা কলেজের প্ল্যাটিনাম জয়ন্তী উপলক্ষ্যে পথে শোভাযাত্রা

মালদা কলেজের প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ উদ্‌যাপনের শুভ সূচনা হল বৃহস্পতিবার। এদিন সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। শোভাযাত্রায় মালদা কলেজের ছাত্র-ছাত্রী, অধ্যাপক-অধ্যাপিকা এবং জেলার বিশিষ্টজনেরা পা মিলিয়ে ছিলেন। মালদা কলেজ থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে গোটা শহর পরিক্রমা করে আবার পুনরায় মালদা কলেজে ফিরে এসে শেষ হয়।



মালদা কলেজের প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ উদ্‌যাপন উপলক্ষ্যে গোটা জানুয়ারি মাস ধরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্কুল ও কলেজগুলিতে কুইজ, মডেল, বিতর্ক প্রতিযোগিতা ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে কলেজ প্রাঙ্গণে প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ উদ্‌যাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্ল্যাটিনাম জয়ন্তীতে পুরো কলেজকে আলোয় মুড়ে ফেলা হয়েছে৷ কলেজের রাস্তায় নানান রংয়ের আলপনা দিয়েছে ছাত্রছাত্রীরা৷ মালদা কলেজের সুবর্ণ জয়ন্তী বর্ষে তৈরি হয়েছিল মালদা কলেজ অডিটোরিয়াম৷ প্ল্যাটিনাম জুবিলিতে নির্মাণ হচ্ছে সায়েন্স ব্লক৷ আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত কবিতা উৎসব, নাট্য উৎসব এবং বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় মেতে থাকছে মালদা কলেজ৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page