রামকৃষ্ণ মিশনের প্ল্যাটিনাম জুবলি উৎসবের সূচনা
top of page

রামকৃষ্ণ মিশনের প্ল্যাটিনাম জুবলি উৎসবের সূচনা

রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে এদিন একটি মিছিল শহর পরিক্রমা করে। উপস্থিত ছিলেন মিশনের মহারাজ স্বামী ত্যাগরূপানন্দ, ইংরেজবাজার পুরসভার বিধায়ক নীহাররঞ্জন ঘোষ, কাউন্সিলর শুভময় কু্‌ণ্ডু সহ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্ররা।



স্বামী ত্যাগরূপানন্দ মহারাজ বলেন, বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে চার দিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ স্কুলের প্রাক্তন ছাত্র, বর্তমান ছাত্র ছাড়াও শহরের বিশিষ্ট ব্যক্তিরা আজকের মিছিলে অংশ নিয়েছেন। নাচ, গান, আবৃত্তি, কবিতা, নাটক সহ বিভিন্ন অনুষ্ঠান আগামী ৬ জানুয়ারি পর্যন্ত চলবে।

২ জানুয়ারি ছৌ-নৃত্যতে থাকছেন শ্রী দুর্যোধন মাহাতো। ৩ জানুয়ারি শ্রী গৌতম হালদারের একক অভিনয় 'বড়দা'। ৪ জানুয়ারি মহাকাশ বিজ্ঞানী শ্রী দেবীপ্রকাশ দুয়ারীর সেমিনার ও কবির লড়াইয়ে থাকছেন শ্রী অসীম সরকার। ৫ জানুয়ারি কলকাতার পিপলস পাপেট থিয়েটারের পুতুল নাচ ও কুতুবপুর দলের গম্ভীরা পরিবেশন, ৬ জানুয়ারি উস্তাদ সাহিদ পারভেজের সেতার বাদন ও প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনের আয়োজন করা হয়েছে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page