কলকাতার ঢাকুরিয়ায় জমি পেল মালদা ভবন
পুর ও নগরোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে মালদা ভবন তৈরির জন্য কলকাতায় জমি দেওয়া হয়েছে মালদা জেলাপরিষদকে। জানুয়ারি মাসের মাঝামাঝি থেকেই মালদা ভবন তৈরির জন্য কাজ শুরু হবে। এদিন সাংবাদিক বৈঠকে একথা জানালেন মালদা জেলাপরিষদের সভাধিপতি গৌড়চন্দ্র মণ্ডল।
গৌড়বাবু জানান, মালদাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন এবং আশা ছিল কলকাতায় মালদা থেকে আগত ছাত্রছাত্রী ও ব্যবসায়ীদের সুবিধের জন্য মালদা ভবন তৈরি হোক। এই প্রস্তাব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শোনার পরই তা মেনে নিয়ে মালদা ভবন তৈরির জন্য অনুমতি দিয়েছেন। প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে সল্টলেকের কাছে আমরি হাসপাতাল সংলগ্ন এলাকাতে পাঁচ কাঠা জমির ওপর গড়ে উঠবে এই মালদা ভবনটি। পাঁচতলার এই ভবনে অত্যন্ত কম খরচে গেস্ট রুমগুলিতে থাকতে পারবেন জেলার সাধারণ মানুষেরা। এই সুবিধে উপভোগ করার জন্য জেলাপরিষদ অথবা সংশ্লিষ্ট পুরসভা এলাকায় আবেদন করে অনুমতি নিতে হবে কলকাতায় যাওয়া জেলার সাধারণ মানুষকে। জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে কাজ শুরু হবে মালদা ভবনের। এক বছরের মধ্যেই মালদা ভবনের কাজ সম্পূর্ণ করার চেষ্টা চালাচ্ছেন তাঁরা।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments