top of page

মায়া ছেড়ে আত্মহত্যার পথ বেছে নিলেন যক্ষ্মারোগী

গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন টিবি আক্রান্ত এক রোগী৷ গতকাল সকালে ইংরেজবাজার থানার মহানন্দাপল্লির নিজ পাড়ায় ওই ব্যক্তির শোওয়ার ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে৷ এই ঘটনায় আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ৷


জানা গিয়েছে, মৃতের নাম তপন সরকার। বয়স ৫৩৷ স্ত্রী অল্পনা সরকার পরিচারিকার কাজ করেন৷ তাঁদের বড় ছেলে রঞ্জিত টোটো চালক৷ ছোট ছেলে রানা ভিন রাজ্যে শ্রমিকের কাজ করে৷ প্রায় ১ বছর আগে টিবি ধরা পড়ে তপনবাবুর৷ বছর গড়িয়ে গেলেও সুস্থ হয়ে উঠতে না পারায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি৷ অবশেষে গতকাল তিনি আত্মহত্যার পথ বেছে নেন৷

তপনবাবুর শ্যালক জানান, প্রায় বছর খানেক ধরে জামাইবাবু টিবি রোগে আক্রান্ত ছিলেন৷ রোগ না সারায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি৷ গতকাল সকালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি৷ গতকাল সকালে তাঁর স্ত্রী পরিচারিকার কাজে বেড়িয়ে যাওয়ার পর শোবার ঘরেই তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন৷

ইংরেজবাজার থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন


Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page