তৃণমূল বিজেপি সংঘর্ষ — পুজোতেও রাজনৈতিক রং
top of page

তৃণমূল বিজেপি সংঘর্ষ — পুজোতেও রাজনৈতিক রং

পুজোর চাঁদাকে ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। আর এই সংঘর্ষের জেরে আহত ৮ জন। তাঁদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ৪ জন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার অমৃতির গোকুলনগরে৷



অভিযোগ, গত পরশু রাতে অমৃতি স্ট্যান্ডে পুজোর জন্য গাড়ি থেকে তোলা আদায় করছিল তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা। সেই সময় তোলা না দিতে চাইলে গাড়ি ভাঙচুর সহ চালকদের মারধর করা হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ কয়েকজনকে গ্রেফতার করে। এই নিয়েই শাসকদলের সঙ্গে গেরুয়া শিবিরের বিবাদ। তৃণমূলের লোকজনের ধারণা বিজেপির কর্মীরাই পুলিশকে খবর দিয়েছে। এই সন্দেহের জেরেই এদিন দুপুরে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা লাঠিসোঁটা নিয়ে স্বপন মণ্ডল (৪৫), কৃষ্ণ মণ্ডল (২২), মনোজ মণ্ডল (২৩), রেনু কর্মকার (৪৪) সহ ৮ জনকে মারধর করে। আহতদের উদ্ধার করে মালদা মেডিকেলে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসার পরে ৪ জনকে ছেড়ে দেওয়া হলেও বাকিরা গুরুতর আহত অবস্থায় মেডিকেলে চিকিৎসাধীন।

আহত স্বপন মণ্ডল জানান, চিকিৎসার জন্য তাঁরা এখনো পুলিশে অভিযোগ জানাতে পারেননি। তবে চিকিৎসার পরে তাঁরা সম্পূর্ণ ঘটনা পুলিশে জানাবেন।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

ভিডিয়োঃ কৃতাঙ্ক

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page