top of page

গৌড়বঙ্গে ৫০ শতাংশের বেশি ছাত্রছাত্রী পরীক্ষায় অনুত্তীর্ণ

অবশেষে পরীক্ষা শুরুর একশো দিন পর গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের তৃতীয় বর্ষের ফলাফল প্রকাশিত হল। কিন্তু এই প্রকাশিত ফলে দেখা যাচ্ছে, এবার ৫০ শতাংশের বেশি ছাত্রছাত্রী পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছেন। কিন্তু কেন এমন হল, এনিয়ে তদন্ত কমিটিও গঠন করা হতে পারে বলে আভাস দিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কন্ট্রোলার অফ এগজামিনেশন শ্যামাপদ মণ্ডল।



গতকাল সন্ধেয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে পাশে বসিয়ে সেই ফল প্রকাশ করেন শ্যামাপদ মণ্ডল। তিনি জানালেন, গত জুন মাসের প্রথম সপ্তাহে শুরু হয়েছিল তৃতীয় বর্ষের পরীক্ষা। পরীক্ষা শেষ হয় জুলাই মাসের প্রথম সপ্তাহে। নতুন সিলেবাসে এবার পরীক্ষা দিয়েছিলেন ১১,২৬৩ জন। এর মধ্যে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন ৩৭ জন, দ্বিতীয় বিভাগে ৭৪৫ জন ও তৃতীয় বিভাগে ২,৯৩৮ জন। বিভিন্ন বিষয়ে অসফল হয়েছেন যথাক্রমে ২,৬৬৮ জন। এই পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছেন ৪,৮৩০ জন পরীক্ষার্থী। পুরোনো সিলেবাসের ক্ষেত্রেও এবার পাশের হার কমেছে অনেকটাই। শ্যামাপদবাবু বলেন, গতবার পুরোনো সিলেবাসে পাশের হার ছিল ৫৮.৫০ শতাংশ। এবার সেখানে পাশের হার ৩৬.৯৫ শতাংশ। পুরোনো সিলেবাসে এবার মোট ৫,৪২৮ জন পরীক্ষা দিয়েছিলেন।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page