সিগারেট হাতে মেডিকেল ছাত্র, ঢুকতে বাধা নিরাপত্তারক্ষীর
প্যারামেডিকেল স্টুডেন্ট ও নিরাপত্তারক্ষীদের বচসায় উত্তেজনা ছড়াল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসা নিয়ে কোনো অভিযোগ ওঠেনি।
নিরাপত্তারক্ষীদের পক্ষ থেকে জয়ন্তকুমার বোস জানান, গতকাল গভীর রাতে মেডিকেল কলেজের কিছু ছাত্র মদ্যপ অবস্থায় হাতে সিগারেট নিয়ে মাতৃ-মা বিল্ডিংয়ে প্রবেশ করতে যায়। সেসময় কর্তব্যরত নিরাপত্তারক্ষী ওই ছাত্রদের বাধা দিলে, তারা সেই নিরাপত্তারক্ষীর উপর চড়াও হয়। পরে সমস্ত ছাত্ররা এসে মারধরের হুমকি দিতে শুরু করে। অবশেষে নিরাপত্তারক্ষীদের সুপারভাইজার সমস্ত ঘটনা থানায় জানান। এদিন হাসপাতাল কর্তৃপক্ষ উভয়পক্ষকে নিয়ে মীমাংসা করার জন্য একটি আলোচনা সভা ডাকেন যদিও সেখানে ওই ছাত্রদের দেখা মেলেনি বলেও জানান জয়ন্তবাবু।
মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রদীপকুমার কুণ্ডু জানান, সমস্ত বিষয়টি তিনি খতিয়ে দেখেছেন। তিনি জানতে পেরেছেন রাতে প্যারামেডিকেলের কিছু ছাত্র হাতে সিগারেট নিয়ে ঢুকতে গেলে নিরাপত্তারক্ষীরা তাদের বাধা দেয় সেই থেকেই ঘটনার সূত্রপাত। যদি সিগারেটটি জ্বলন্ত অবস্থায় ছিল না। ওই ছাত্রদের সাবধান করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এধরণের ঘটনা ঘটলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
যদিও সমস্ত ঘটনাকে উড়িয়ে দিয়েছে মেডিকেলের ছাত্ররা। প্ল্যাকার্ড হাতে মাতৃ-মা বিল্ডিয়ের সামনে তাদের বিক্ষোভ দেখাতেও দেখা গিয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
ভিডিয়োঃ কৃতাঙ্ক
Comments