top of page

স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

Updated: Mar 15, 2023

মদ খাওয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় স্ত্রীর চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে রতুয়া থানার সামসি অঞ্চলের কান্ডারন গ্রামে।



আক্রান্ত মহিলার নাম সবিতা সাহা (২৬)। অভিযুক্ত স্বামী ছোটু সাহা পেশায় কাঠ মিস্ত্রি। ঘটনার পর থেকে সে পলাতক। জানা গিয়েছে, বুধবার রাত নটা নাগাদ মদ খাওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে গণ্ডগোল শুরু হয়। এর পরে গায়ে কেরোসিন তেল ঢেলে সবিতাকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। গ্রামবাসীরা জানতে পেরে তড়িঘড়ি সবিতাকে উদ্ধার করে প্রথমে সামসি গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা। এই ঘটনায় সামসি ফাঁড়িতে ছোটু সাহার বিরুদ্ধে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ করেন সবিতার বাবার বাড়ির লোকেরা। গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

ভিডিয়োঃ কৃতাঙ্ক

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page