জমি বিবাদের জেরে ভাইকে গলা কেটে খুনের চেষ্টা দাদার
- আমাদের মালদা ডিজিট্যাল
- Aug 6, 2018
- 1 min read
Updated: Mar 10, 2023
জমির ভাগাভাগি নিয়ে ভাইদের মধ্যে ছিল বিবাদ। আর সেই বিবাদকে কেন্দ্র করে ছোট ভাইয়ের গলা কেটে খুনের চেষ্টার অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় ছোট ভাইয়ের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। রবিবার গভীর রাতে ইংরেজবাজার থানার যদুপুর কমলাবাড়ী এলাকায় ঘটনাটি ঘটেছে।
আক্রান্ত যুবকের নাম কামালউদ্দিন শেখ(২৫)। অভিযুক্ত দাদার নাম সফিকুল ইসলাম। জানা গিয়েছে, কামালউদ্দিন-রা তিন ভাই। তাঁদের বাবার দেওয়া তিন কাঠা জায়গা নিয়ে তিন ভাইয়ের মধ্যে বিরোধ। আর এই বিরোধের জেরে রবিবার রাতে বড় দাদা শফিকুল ইসলাম ধারালো অস্ত্র নিয়ে ছোট ভাই কামালউদ্দিনের গলা কেটে খুনের চেষ্টা করে বলে অভিযোগ উঠে। আশঙ্কাজনক অবস্থায় রাতেই কামালউদ্দিনকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে তাঁর আত্মীয়রা। শফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ইংরেজবাজার থানায়। অভিযুক্ত পলাতক বলে জানিয়েছে ইংরেজবাজার থানার পুলিশ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
ভিডিয়োঃ কৃতাঙ্ক
Comments