top of page

মালদা কলেজের জিমনেশিয়াম উদ্‌বোধন

একদিকে পড়াশুনা এবং অন্যদিকে শরীর সুস্থ রাখা। দুটি-কে একসাথে গড়ে তোলার লক্ষ্যে শনিবার মালদা কলেজে অত্যাধুনিক জিমনেশিয়ামের চালু হল। এই শুভ সূচনায় উপস্থিত ছিলেন ইংরেজবাজারের বিধায়ক তথা পুরসভার পুরপিতা নিহাররঞ্জন ঘোষ ও জেলাশাসক কৌশিক ভট্টাচার্য সহ ইংরেজবাজার পুরসভার কাউন্সিলরগণ।

জেলাশাসক জানান, মুখ্যমন্ত্রীর স্বপ্ন ভাল পড়াশোনার সাথে সাথে সুস্থ শরীর, আর সেই শরীরচর্চার জন্য প্রয়োজন ছিল একটি জিমনেশিয়ামের। পশ্চিমবঙ্গ ক্রীড়া দপ্তরের অনুদানে গড়ে উঠেছে এই জিমনেশিয়াম।আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন


ভিডিয়োঃ কৃতাঙ্ক

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page