কামড়ে ছিঁড়ে নেওয়া হল তৃণমূল কর্মীর নাক, অভিযুক্ত কংগ্রেস
top of page

কামড়ে ছিঁড়ে নেওয়া হল তৃণমূল কর্মীর নাক, অভিযুক্ত কংগ্রেস

পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে আবার সন্ত্রাসের অভিযোগ। এক তৃণমূল কর্মীর নাক কামড়ে কেটে নেওয়ার অভিযোগ উঠল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে৷ আক্রান্ত তৃণমূল কর্মী বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন৷ এই ঘটনায় আক্রান্তের পরিবারের পক্ষ থেকে দু’জনের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ যদিও অভিযুক্তরা এখনও গ্রেফতার হয়নি৷ বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার নিমাইসরাই এলাকায়৷


আক্রান্ত তৃণমূল কর্মীর নাম রাজীব শেখ৷ বয়স ২৭ বছর৷ বাড়ি ইংরেজবাজার থানার নিমাইসরাই এলাকায়৷ রাজীবের বাবা ফারুক শেখের অভিযোগ, তাঁর ছেলে তৃণমূল কর্মী৷ গত কিছুদিন ধরেই ছেলে পঞ্চায়েত ভোটের কাজকর্ম করছে৷ এলাকায় দলীয় মিটিং-মিছিলেও সে নিয়মিত অংশ নেয়৷ এলাকার লোকজনের কাছে ধীরে ধীরে তার গ্রহণযোগ্যতা বাড়ছিল৷ সেটাই সহ্য হয়নি স্থানীয় কংগ্রেসিদের৷ গতকাল দলীয় প্রচারের কাজ সারতে রাজীবের অনেকটা দেরি হয়ে যায়৷ বেশি রাতে বাড়িতে ফেরার সময় তার পথ আটকায় স্থানীয় দুই কংগ্রেস কর্মী সেন্টু শেখ আর আনোয়ার শেখ৷ পার্টি নিয়েই তাদের মধ্যে বচসা বাধে৷ সেই বচসা চলাকালীনই সেন্টু ও আনোয়ার তাঁর ছেলেকে মারধর শুরু করে৷ রাজীবের নাক কামড়ে কেটে নেয়৷ ছেলের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে সেন্টু ও আনোয়ার সেখান থেকে পালিয়ে যায়৷ রাতে তাঁরা আহত রাজীবকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করেন৷ এদিন সকালে তাঁরা ইংরেজবাজার থানায় সেন্টু ও আনোয়ারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন৷

ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, অভিযোগ দায়েরের পরেই অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে৷ তবে এখনো পর্যন্ত দুই অভিযুক্তের কারোর সন্ধান পাওয়া যায়নি৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

ভিডিয়োঃ কৃতাঙ্ক

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page