ডাকাতি রুখল ইংরেজবাজার থানার পুলিশ
- আমাদের মালদা ডিজিট্যাল
- Mar 26, 2018
- 1 min read
Updated: Feb 27, 2023
দিন দিন বেড়েই চলেছে দুষ্কৃতীদের কার্যকলাপ। চুরি, ডাকাতি নিয়ে প্রায় প্রতিদিনই পুলিশের কাছে অভিযোগ আসছিল। এসব অভিযোগের ভিত্তিতেই অভিযান চালাতেই মিলল সাফল্য। গতকাল রাতে শহরের ঝলঝলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ৬ সশস্ত্র দুষ্কৃতীকে৷ ধৃতদের এদিন জেলা আদালতে তোলা হয়েছে৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল গভীর রাতে আইসি পূর্ণেন্দু কুণ্ডুর নেতৃত্বে শহরের ঝলঝলিয়া এলাকায় হানা দেন পুলিশকর্মীরা৷ ঝলঝলিয়া ডিজেল শেড মোড়ে তাঁরা ৬ সন্দেহভাজনকে ঘোরাঘুরি করতে দেখেন৷ পুলিশকর্মীরা তাদের পথ আটকে জেরা করেন। পুলিশি জেরায় সন্তোষজনক উত্তর দিতে পারেনি ওই সন্দেহভাজনরা৷ তল্লাশি চালাতেই তাদের হেপাজত থেকে বেরিয়ে আসে দুটি কার্তুজ সহ একটি পাইপগান, দুটি লোহার রড, দুটি ধারালো অস্ত্র সহ আরও কিছু সরঞ্জাম৷ পরে জেরায় তারা স্বীকার করে নেয়, ওই এলাকায় কোনও বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে তারা সেখানে জড় হয়েছিল৷ এরপরেই তাদের গ্রেফতার করা হয়৷
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম শেখ রহিম, শেখ সাহিন, শিখ সিলু, শেখ রাজু, আজমত সবজি ও সাহেব ঘোষ৷ এদের বয়স ১৯ থেকে ৪৫ বছরের মধ্যে৷ সবাই ইংরেজবাজার থানা এলাকার বিভিন্ন জায়গার বাসিন্দা৷ ধৃত ৬ জনের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে এদিন জেলা আদালতে পেশ করেছে পুলিশ৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
ছবিঃ ক্রিতাঙ্ক
Comments