top of page

কুশমণ্ডির নির্যাতিতার পাশে মন্ত্রী

শনিবার দুপুরে কুশমণ্ডির নির্যাতিতাকে দেখতে যান রাজ্যের আদিবাসী উন্নয়ন মন্ত্রী জেমস কুজুর৷ সঙ্গে ছিলেন বিধায়ক সন্ধ্যারানি টুডু, মালদা জেলা পরিষদের সভাধিপতি সরলা মুর্মু সহ আরও অনেকে৷ উপস্থিত হন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাঁসদাও৷ যদিও তিনি এদিন নির্যাতিতার সঙ্গে দেখা করেননি৷ নিজের জেলায় এক মহিলা নির্যাতিতা হওয়ার পরেও বাচ্চুবাবুর নিস্পৃহতায় এদিন মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে নানান প্রশ্ন ওঠে৷ এদিন তাঁরা সবাই পশ্চিমবঙ্গ আদিবাসী তৃণমূল কংগ্রেসের ব্যানারে নির্যাতিতার সঙ্গে দেখা করতে যান৷ সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) আর ভিমলা, সদর মহকুমাশাসক পার্থ চক্রবর্তী সহ প্রশাসন, মেডিকেল ও পুলিশের কর্তারা৷


কুশমণ্ডির নির্যাতিতার পাশে মন্ত্রী

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডি থানার দেহাবন্দ গ্রামে যৌন লালসার শিকার হন এক আদিবাসী যুবতি৷ পরদিন তাঁকে প্রায় অচেতন অবস্থায় উদ্ধার করা হয়৷ তাঁর উপর অত্যাচারের নমুনা দেখে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় ওঠে সারা দেশ জুড়ে৷ খবর ছড়িয়ে পড়ে সারা বিশ্বে৷ ১৯ ফেব্রুয়ারি রায়গঞ্জ জেলা হাসপাতাল থেকে ওই যুবতিকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়৷ নির্যাতিতা ওই যুবতিকে দেখতে মালদা মেডিকেলে ছুটে যান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মালদা মেডিকেলে কয়েকটি অস্ত্রোপচার হয় তাঁর৷ ধারাবাহিক চিকিৎসার পর বর্তমানে তিনি প্রায় সুস্থ৷ কিন্তু এখনও তাঁকে হাসপাতালের সিসিইউ থেকে ছাড়া হয়নি৷ মেডিকেলের সহকারী অধ্যক্ষ তথা হাসপাতাল সুপার অমিত দাঁ জানিয়েছেন, মাস দেড়েক পর ওই যুবতির আরেকটি অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে৷ সেকারণেই এখনও তাঁকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়নি৷ তাছাড়া হাসপাতাল থেকে ছেড়ে দিলে তিনি যাবেন কোথায়?

নির্যাতিতাকে দেখে তাঁর সঙ্গে কথা বলে সিসিইউ থেকে বেরিয়ে এসে মন্ত্রী বলেন, মালদা মেডিকেলে চিকিৎসার পর নির্যাতিতা এখন অনেকটাই সুস্থ৷ তবে পুরোপুরি সুস্থ হতে তাঁর আরও কিছুটা সময় লাগবে৷ পুরোপুরি সুস্থ হয়ে গেলে ওই যুবতির জন্য তাঁরা সবরকম ব্যবস্থা করবেন৷ তা নিয়ে মুখ্যমন্ত্রীরও চিন্তাভাবনা রয়েছে৷ তিনি নিজেও কিছু চিন্তাভাবনা করেছেন৷

তবে মেডিকেলে হাজির হয়েও দক্ষিণ দিনাজপুরের বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাঁসদা নির্যাতিতার সঙ্গে দেখা না করায় উপস্থিত মানুষজনের মনে নানান প্রশ্ন দেখা দেয়৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page