১০ লক্ষ টাকার মাদক উদ্ধার মালদায়
top of page

মালদায় ১০ লক্ষ টাকার মাদক উদ্ধার

গোপন সূত্রে খবরের পাওয়া খবরের ভিত্তিতে তল্লাশি অভিযানের মাধ্যমে প্রায় ১০ লক্ষ টাকার মাদক উদ্ধার করল নারকোটিক কন্ট্রোল ব্যুরো৷ অভিযানে ধরা পড়েছে অন্তর্দেশীয় মাদকচক্রের দুই কারবারী৷ এদিন ধৃতদের জেলা আদালতে তোলা হলে দুজনকেই ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক৷


১০ লক্ষ টাকার মাদক উদ্ধার মালদায়

রবিবার রাতে এনসিবি’র একটি দল মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় একটি দোকানে হানা দেয়৷ সেই দোকান থেকে বাজেয়াপ্ত করা হয় সাড়ে ৪ কিলোগ্রাম গাঁজা ও ৩০.৩ গ্রাম মেথামফেটামাইন ড্রাগ৷ গ্রেফতার করা হয় দোকান মালিক কৃষ্ণচন্দ্র দাসকে৷ কৃষ্ণচন্দ্র মালদা শহরেরই বাসিন্দা৷ জেরায় সে স্বীকার করে, সে অসম থেকে ওই গাঁজা আমদানি করেছিল৷ মেথামফেটামাইন সংগ্রহ করেছিল কালিয়াচকের বালিয়াডাঙা গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম চৌধুরির কাছ থেকে৷ রফিকুলের কাছ থেকে বুপ্রোনোফাইন নামে আরেক ধরণের ড্রাগও কেনার কথা চলছে বলে জানায় কৃষ্ণ৷ সেই তথ্য পাওয়ার পর রাতেই বালিয়াডাঙা গ্রামে হানা দেয় এনসিবি’র আরেকটি দল৷ রফিকুলের বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয় আরও ৫৫.২ গ্রাম মেথামফেটামাইন ট্যাবলেট ও ১৯৪৭টি বুপ্রোনোফাইন ইনজেকশন৷ প্রতিটির অ্যাম্পুলের মধ্যে ২ মিলি করে বুপ্রোনোফাইন ড্রাগ রয়েছে৷ গ্রেফতার করা হয় রফিকুলকেও৷ এনসিবি’র তরফ থেকে জানানো হয়েছে, বাজেয়াপ্ত করা মাদকের আনুমানিক বাজারমূল্য ১০ লক্ষ টাকা৷

এনসিবি’র আইনজীবী সুদীপ্ত গঙ্গোপাধ্যায় জানান, বাজেয়াপ্ত হওয়া মাদকগুলি মায়ানমার হয়ে বাংলাদেশ, সেখান থেকে জেলায় ঢুকেছিল৷ এই ঘটনায় প্রমাণিত, এই জেলায় মাদকচক্রেরও রমরমা কারবার শুরু হয়েছে৷ ধৃত কৃষ্ণচন্দ্র ও রফিকুল ইসলামকে এদিন জেলা আদালতে তোলা হলে দুজনকেই ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন মালদা জেলা আদালতের মুখ্য দায়রা বিচারক৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page