top of page

শহর থেকে জাল নোটসহ ক্যারিয়ার গ্রেপ্তার

এবার মালদা শহর থেকেই জাল নোট উদ্ধার করলো ইংরেজবাজার থানার পুলিশ৷ ধরা পড়েছে এক পাচারকারীও৷ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বর থেকে ২০ হাজার টাকার জাল নোট সহ ওই পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ৷ ৭ দিন পুলিশি হেপাজতে নেওয়ার আবেদন জানিয়ে এদিন জেলা আদালতে তোলা হলে ধৃতের ৫ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন মুখ্য দায়রা বিচারক৷



পুলিশ জানিয়েছে, ধৃত মহম্মদ সরিফুল শেখ রতুয়া থানার ভাদো গ্রামের বাসিন্দা, বয়স ২৩৷ উন্নত মানের জাল নোট নিয়ে মালদা মেডিক্যাল চত্বরে আসছে সরিফুল, গোপন সূত্রে গতকাল রাতেই পুলিশের কাছে এই খবর আসে৷ বড়ো কোনও পাচারকারীকে সেই নোট দেখানোই উদ্দেশ্য তার৷ সেকথা জানতে পেরেই মেডিক্যাল চত্বরে জাল পাতা হয়৷ জালে ধরে পড়ে সরিফুল৷ তার হেপাজত থেকে ১০টি উন্নত মানের ২ হাজার টাকার জাল নোট বাজেয়াপ্ত করা হয়৷ প্রাথমিকভাবে অনুমান, বাংলাদেশ থেকেই জাল নোটগুলি এদেশে এসেছে৷ কিন্তু সীমান্তরক্ষী বাহিনীর কড়া নজর এড়িয়ে কীভাবে এই জাল নোট এদেশে ঢুকল তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ৷ পুলিশি জেরায় সরিফুল স্বীকার করেছে, সে একজন ক্যারিয়ার হিসেবে কাজ করে৷ তার কাছ থেকে আরও তথ্য জানতে এদিন ৭ দিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে তাকে জেলা আদালতে পেশ করা হয়েছে৷

আদালত সূত্রে জানা গিয়েছে, ধৃত সরিফুলের ৫ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন মুখ্য দায়রা বিচারক৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন


Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page