top of page

গভীর রাতে ঘুমন্ত অবস্থায় ধর্ষণের চেষ্টা

ধর্ষণে বাধা দেওয়ায় দুষ্কৃতীর হামলার শিকার হলেন এক বধূ ও তাঁর ছেলে৷ কোনও প্রত্যন্ত গ্রামে নয়, গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটেছে মালদা শহরে৷ আহত গৃহবধূ ও তাঁর ছেলেকে স্থানীয়রা মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেলেকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়৷ তবে আক্রান্ত বধূ এখনও হাসপাতালে চিকিৎসাধীন৷ এই ঘটনায় এদিন দুপুরে ইংরেজবাজার থানায় অভিযোগ জানিয়েছেন আক্রান্ত বধূর ছেলে৷ ঘটনার তদন্তে নামলেও এখনও পর্যন্ত অভিযুক্তর সন্ধান পায়নি পুলিশ৷


গভীর রাতে ঘুমন্ত অবস্থায় ধর্ষণের চেষ্টা

গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটেছে মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি সংলগ্ন এক এলাকায়৷ ওই গৃহবধূর স্বামী পেশার তাগিদে ভিনরাজ্যে রয়েছেন৷ একমাত্র ছেলেকে নিয়ে বাড়িতে একাই থাকেন ওই বধূ৷ তাঁর অভিযোগ, গতকাল গভীর রাতে এলাকারই এক যুবক ভিকু কর্মকার ঘরের বেড়া সরিয়ে ভিতরে ঢুকে পড়ে৷ সেই সময় ঘুমে আচ্ছন্ন ছিলেন তিনি ও তাঁর ছেলে৷ ঘুমন্ত অবস্থায় ভিকু তাঁকে ধর্ষণ করার চেষ্টা করে৷ টের পেয়ে তিনি চিৎকার করে ওঠেন৷ সঙ্গে সঙ্গে ভারি কিছু দিয়ে তাঁর মাথায় আঘাত করে ভিকু৷ তাঁর মাথা ফেটে যায়৷ এদিকে তাঁর চিৎকারে ঘুম ভেঙে যায় তাঁর ছেলেরও৷ সে তাঁকে বাঁচানোর চেষ্টা করলে ভিকু তাকেও মারধর করে৷ এদিকে চিৎকার চেঁচামেচিতে ঘুম ভেঙে যায় পড়শিদের৷ তাঁরাও তাঁদের বাড়িতে চলে আসেন৷ লোকজন দেখে সেখান থেকে পালিয়ে যায় ভিকু৷ এলাকায় সে কুখ্যাত সমাজবিরোধী হিসেবে পরিচিত৷ আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে ও ছেলেকে রাতেই মালদা মেডিক্যালে নিয়ে যান৷ প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা ছেলেকে ছেড়ে দিলেও তাঁকে ভর্তি নিয়ে নেওয়া হয়৷ এই ঘটনায় এদিন দুপুরে তাঁর ছেলে ইংরেজবাজার থানায় ভিকুর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে৷ তিনি ভিকুর কঠোর শাস্তি চান৷

ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ভিকু কর্মকারের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে৷ তবে ঘটনার পর রাতেই এলাকা ছেড়ে পালিয়েছে সে৷ তার খোঁজ চলছে৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন


প্রতীকী ছবি সৌজন্যে পিক্স অ্যাবে।

Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page