সাগরদিঘি থেকে ৪ ডাকাত গ্রেফতার
গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাত দলের চার পান্ডাকে গ্রেফতার করলো ইংরেজবাজার থানার সাদা পোশাকের পুলিশ। ধৃতদের হেফাজত থেকে ডাকাতির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা হলেন সিন্টু সরকার (২৫), রাজেশ সরকার ওরফে রাজা (২০), রানা পাসওয়ান (২৬) ও অমিত মণ্ডল (১৯)। ধৃতরা সকলেই ইংরেজবাজার থানার বাগবাড়ি বাঁধ এলাকার বাসিন্দা। ৭-৮ জনের ডাকাত দলটি মালদার সাগরদিঘি এলাকার নিকট এক পেট্রোল পাম্পের সামনে জড়ো হয়েছিল ডাকাতি করার উদ্দেশ্যে। যদিও ডাকাত দলের কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশের হাতে ধরা পড়ে চার জন। ধৃতদের হেফাজত থেকে দুটি হাঁসুয়া, তিনটি লোহার রড উদ্ধার করে পুলিশ। পুলিশের অনুমান এই ডাকাতদল সাগরদিঘি এলাকায় কোনো পেট্রোল পাম্প সহ গাড়ি বা কোনো বাড়িতে ডাকাতির উদ্দেশ্যেই সেখানে জড়ো হয়েছিল। সোমবার ধৃতদের আদালতে পেশ করা হয়।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments