আটক লক্ষাধিক টাকার নিষিদ্ধ শব্দবাজি
top of page

আটক লক্ষাধিক টাকার নিষিদ্ধ শব্দবাজি

হাতে গোনা কয়েকদিন তারপরেই কালীপুজো। আলোকিত হয়ে উঠবে সমস্ত এলাকা। চারিদিকে লক্ষ্য করা যাবে বিভিন্ন ধরণের বাজি। তবে আদালতের নিষেধাজ্ঞা অনুযায়ী ৬৫ ডেসিবেলের বেশি শব্দ যুক্ত শব্দবাজি বিক্রি করা যাবে না। সেই শব্দবাজি সাধারণ মানুষের হাতে যাওয়া রুখতেই শনিবার ইংরেজবাজার থানার পুলিশ অভিযান চালাল শহরের চিত্তরঞ্জন পৌর বাজার ও নেতাজি মার্কেটে। সাফল্যও মিলল। ধরা পড়ল লক্ষাধিক টাকার নিষিদ্ধ শব্দবাজি।


আটক লক্ষাধিক টাকার নিষিদ্ধ শব্দবাজি

আদালতের নির্দেশ উপেক্ষা করেই শহরে বিক্রি হচ্ছে শব্দবাজি, এমনই অভিযোগ আসে ইংরেজবাজার থানায়। সেই অভিযোগের ভিত্তিতেই ইংরেজবাজার থানার সাদা পোশাকের পুলিশ হানা দেয় শহরের চিত্তরঞ্জন পৌর বাজার ও নেতাজি মার্কেটে। শব্দবাজি মজুত করা গুদাম ও পাইকারি ব্যবসায়ীদের দোকান থেকে উদ্ধার হয় লক্ষাধিক টাকার শব্দবাজি। বেআইনি শব্দবাজি মজুত রাখার দায়ে কোন ব্যবসায়ীকে গ্রেফতার করা না হলেও ভবিষ্যতে এধরণের নিষিদ্ধ শব্দবাজি বিক্রি না করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page