top of page

ইভটিজিং-এর প্রতিবাদ করায় আক্রান্ত ছাত্রী

যুবকের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ করায় আক্রান্ত হতে হল এক স্কুল ছাত্রীকে। আক্রান্ত ছাত্রী ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ইংরেজবাজার থানায়। গোটা ঘটনায় ইংরেজবাজার থানার কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের চণ্ডিপুর এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আক্রান্ত ছাত্রীটি একাদশ শ্রেণিতে পাঠরতা বলে জানা গিয়েছে। অভিযুক্ত যুবকের নাম অভিজিৎ কর্মকার। স্কুল যাওয়ার পথে প্রায়শই অভিজিৎ ওই ছাত্রীকে উত্যক্ত করত এমনকি তার কটূক্তি এড়িয়ে যেতে গেলে মারধর পর্যন্ত করত বলে অভিযোগ জানান আক্রান্ত ছাত্রীর মা। তিনি জানান, অভিযুক্তের কড়া শাস্তির দাবি চেয়ে তাঁরা ওই যুবকের নামে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। তবে এখনো পর্যন্ত ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

ভিডিয়োঃ কৃতাঙ্ক

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page