ব্যবসায়ী অপহরণের মামলায় সাফল্য মালদা থানার পুলিশের
ব্যবসায়ী অপহরণ মামলায় সাফল্য পেল মালদা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মালদা থানার পুলিশের একটি দল গতকাল মোথাবাড়ি থানা এলাকা থেকে ওই অপহরণ মামলায় জড়িত ৫ জনকে গ্রেফতার করে। ১০ দিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে ধৃতদের আজ জেলা আদালতে পেশ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর নবাবগঞ্জ এলাকার বেহুলা সেতুর কাছ থেকে স্থানীয় বাসিন্দা, পেশায় ব্যবসায়ী অজয় রায়কে অপহরণ করে দুষ্কৃতীরা। সূত্রের খবর, ২০ লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে ৩ দিন পর অজয়বাবুকে বাড়িতে ফিরিয়ে আনেন পরিবারের লোকজন। যদিও এনিয়ে পুলিশি তদন্ত জারি ছিল। অবশেষে গতকাল রাতে মালদা থানার পুলিশ মোথাবাড়ি থানা এলাকার বিভিন্ন গ্রাম থেকে ৫ জনকে গ্রেফতার করে। ধৃতরা হল ওয়াসিম খান (২১), বাড়ি বাবলা, আলিউল মোমিন (২১), বাড়ি মাল্লুটোলা, আজমল শেখ (৩২), বাড়ি প্রতাপপুর টিটাহিপাড়া, ইব্রাহিম শেখ (২২), বাড়ি মাল্লুটোলা এবং শরিফ আলম (২৬), বাড়ি বাবলা। তাদের হেপাজত থেকে একটি বোলেরো গাড়ি ও ৫টি মোটরবাইক বাজেয়াপ্ত করে পুলিশ। এই বোলেরো গাড়িটিই অপহরণে ব্যবহার করা হয়েছিল বলে জেরার মুখে ধৃতরা স্বীকার করেছে। তবে এই ঘটনায় এলাকার আরও একজন জড়িত রয়েছে বলে মনে করছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে ধৃতদের আজ জেলা আদালতে তোলা হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarios