Search
নিমাইসরা থেকে ৪ জনের ডাকাত দল গ্রেফতার
- আমাদের মালদা ডিজিট্যাল
- Mar 16, 2019
- 1 min read
Updated: Apr 3, 2023
আগ্নেয়াস্ত্র ও ধারাল অস্ত্র সহ চারজনের ডাকাত দলকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রাতে ইংরেজবাজার থানার নিমাইসরা এলাকা থেকে ধৃতদের গ্রেফতার করা হয়। শনিবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে ঘটনার তদন্তে নামে পুলিশ।
সন্দেহজনকভাবে চার জনকে ঘোরাঘুরি করতে দেখে আটক করে পুলিশ তল্লাশি চালায়
শুক্রবার রাতে গোপনসূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ হানা দেয় নিমাইসরা এলাকায়। সেখানে সন্দেহজনকভাবে চার জনকে ঘোরাঘুরি করতে দেখে আটক করে পুলিশ তল্লাশি চালায়। উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র সহ বেশ কিছু অস্ত্র। ধৃতরা হল জাহাঙ্গীর আলম (২৯), আবু বাক্কার (২৩), রাব্বানি শেখ (২৫) ও ওলিউল্লা হক (৩০)। প্রথম তিন জনের বাড়ি মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুর এলাকায় ও অপর জনের বাড়ি কালিয়াচক থানার গয়েশবাড়ি এলাকায়। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি নাইন এমএম পিস্তল, এক রাউন্ড কার্তুজ, হাঁসুয়া সহ বেশ কিছু সরঞ্জাম। শনিবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে ইংরেজবাজার থানার পুলিশ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments