অ্যাসিড খেয়ে আত্মঘাতী তৃতীয় বর্ষের ছাত্রী
অ্যাসিড খেয়ে কলেজ ছাত্রী আত্মঘাতীর ঘটনায় রহস্যের দানা বেঁধেছে। পরিবারের লোকজনের দাবি প্রেম ঘটিত কারণে আত্মহত্যা করেছে সে। শুক্রবার ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার শহরের কালিতলা এলাকায়। মালদা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
মৃত কলেজ ছাত্রীর নাম পম্পা কুন্ডু(২০)। মালদা কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী ছিল পম্পা। বাড়ি ইংরেজবাজার শহরের কালিতলা এলাকায়। বাবা সমেন্দ্র কুন্ডু মারা গিয়েছেন গত কয়েক বছর আগে। পরিবারে রয়েছে তিন বোন ও দুই ভাই। পম্পা সব থেকে ছোট। পরিবারের লোকেদের অভিযোগ, পড়াশোনায় ভাল ছিল পম্পা। কিন্তু গত কয়েকদিন ধরে মাঝে মধ্যেই পরিবারের লোকেদের আড়াল করে ফোনে কথা বলত। এমনকি মানসিক অবসাদেও ভুগছিল। শুক্রবার সকালেও ফোনে কথা বলে। তারপর, দুপুরে নিজের ঘরে অ্যাসিড খেয়ে অত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকেরা উদ্ধার করে তাকে মালদা মেডিকেলে নিয়ে যায়। সেখানে চিকিৎসা চলাকালীন রাতে মৃত্যু হয়। ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবারে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments