বইমেলায় আফিম বিক্রি! না না মক টেস্ট
top of page

বইমেলায় আফিম বিক্রি! না না মক টেস্ট

তখন রাত৷ ২৯তম মালদা জেলা বইমেলাও জমে উঠেছে৷ শীত উপেক্ষা করে কলেজ ময়দানে বই প্রেমীদের ভিড়৷ হঠাৎ সবার নজর আটকে গেল একটি জায়গায়৷ মেলা প্রাঙ্গণে এক যুবককে হিড়হিড় করে টেনে নিয়ে যাচ্ছেন আবগারি কর্মীরা৷ মেলাতেই রয়েছে জেলা আবগারি দপ্তরের স্টল৷ সেখানেই নিয়ে যাওয়া হল যুবককে৷ তাকে তল্লাশি চালালেন আবগারি দপ্তরের কর্মী-আধিকারিকরা৷ পকেট থেকে বেরিয়ে এল একটি প্যাকেট৷ জানা গেল, ওই প্যাকেটে রয়েছে আফিম৷ বইমেলায় আফিমের সওদা করতে আসা ওই যুবককে ঘিরে তখন মানুষের ভিড়৷ যুবকের নাম আকাশ দাস৷ জানাল, তার বাড়ি চাঁচলে৷ ততক্ষণে তাকে জেরা করতে শুরু করেছেন আবগারি দপ্তরের কর্মীরা৷ সব দেখেশুনে উপস্থিত সবার মাথায় হাত৷ মেলায় আফিম বিক্রি! যুব সমাজকে তলিয়ে দেওয়ার চেষ্টা! কেউ কেউ আবার আকাশের কঠোর শাস্তিরও দাবি তুললেন৷ অনেকে তাকে সেখানেই মারতে উদ্যত৷ তখনই গোটা ঘটনা ভাঙলেন আবগারি দপ্তরের কর্মীরা৷ গোটাটাই মক টেস্ট৷ সাধারণ মানুষকে সচেতন করতে তাঁদের এই উদ্যোগ৷



কয়েকদিন আগেই জেলা প্রশাসনের কাছে খবর এসেছে, কড়া নজরদারির মধ্যেও এবার জেলায় পোস্ত চাষ হয়েছে৷ কালিয়াচক ১ ও ৩ নম্বর ব্লকে এই মাদকের চাষ শুরু করেছে মাদক কারবারীরা৷ এবার তাদের নকশা কিছুটা পালটেছে৷ ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের ওপারে থাকা ভারতীয় জমিকে এবার নিশানা করেছে তারা৷ পোস্তর গাছও গজাতে শুরু করেছে৷ তখনই পোস্ত চাষের ঘটনা জেলা প্রশাসনের নজরে এসেছে৷ জেলাশাসক কৌশিক ভট্টাচার্য আগেই জানিয়েছিলেন, পোস্ত চাষ নির্মূল করতে প্রতিটি গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছ থেকে মুচলেকা আদায় করা হচ্ছে৷ একইসঙ্গে সাধারণ মানুষকে এই মাদক সম্পর্কে সচেতন করার অভিযান চালিয়ে যাচ্ছেন তাঁরা৷

মানুষকে সচেতন করার উদ্দেশ্যেই গতকাল রাতে মালদা জেলা বইমেলায় আফিম কারবারের মক টেস্টের আয়োজন করেছিল জেলা আবগারি দপ্তর৷ কারণ, মেলায় বিশাল সংখ্যায় মানুষের উপস্থিতি৷ দপ্তরের কর্মী ঝুম্পা সরকার জানান, মাদক আফিম নিয়ে মানুষকে সচেতন করতেই তাঁদের এই উদ্যোগ৷ তাঁরা চান, প্রতিটি মানুষ সুস্থভাবে জীবন কাটাক৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page