top of page

নেশা করার টাকা না পেয়ে স্ত্রীকে ‘পুড়িয়ে’ মারার অভিযোগ ইংরেজবাজারে

স্ত্রীকে পুড়িয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে স্বামীকে গ্রেফতার করে মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের মহেশপুর এলাকায়।


মৃত যুবতির নাম সাবিনা ইয়াসমিন (২২)। পরিবার সূত্রে জানা গিয়েছে, চার বছর আগে মহেশপুর গ্রামের দিনমজুর, বাবুয়া শেখের সঙ্গে বিয়ে হয় সাবিনার। অভিযোগ, কোনো কাজকর্ম না থাকায় বাবুয়া নেশার পাশাপাশি জুয়া খেলায় আসক্ত হয়ে পড়েছিল। গত পরশু রাতে সাবিনার কাছে গাঁজা কেনার টাকা চায় বাবুয়া। টাকা না মেলায় সাবিনার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় বাবুয়া বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজে ভরতি করা হয় সাবিনাকে। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে মৃত্যু হয় সাবিনার। এই ঘটনার পরেই ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করে সাবিনার পরিবারের লোকজন। অভিযোগের ভিত্তিতে বাবুয়াকে গ্রেফতার করেছে পুলিশ।



[ আরও খবরঃ বিজেপিতে যোগদানের পরেই শুভেন্দুর পোস্টারে লাথি-আগুন টিএমসিপির ]



সাবিনার বাবা একরাজুল শেখ জানান, বাবুয়া কোনো কাজ করত না৷ গত পরশু রাতেও আমি ৫০০ টাকা দিয়ে এসেছিলাম৷ নেশা করার জন্য জামাই মেয়ের কাছে সেই টাকা দাবি করে৷ টাকা না দেওয়ায় ও মেয়ের গায়ে আগুন ধরিয়ে দেয়৷ আমরা বাবুয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছি৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page