বিনামূল্যে এলাকার বাচ্চাদের পড়াচ্ছেন টোটোচালক
নিজে আর্থিক অভাবে উচ্চ মাধ্যমিকের বেশি পড়াশোনা করতে পারেননি। বর্তমানে সংসার চালাতে টোটো চালাচ্ছেন। তবে শিক্ষার মূল্য তা তিনি বুঝতে পেরেছেন। সেই কারণেই নিজের এলাকার বাচ্চাদের বিনামূল্যে টিউশন পড়াচ্ছেন তিনি।
মালদা শহরের ২৩ নম্বর ওয়ার্ডের নরসিংকুপ্পা এলাকার বাসিন্দা ধ্রুব দাস। ধ্রুববাবু উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। তবে আর্থিক অভাবে আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। সংসারের হাল ধরতে টোটো চালাতে শুরু করেছেন ধ্রুববাবু। তবে নিজের স্বপ্ন এলাকার ছেলেমেয়েদের মধ্য দিয়ে পূরণ করতে চাইছেন তিনি। তাই ওই এলাকায় দুস্থ পরিবারের বাচ্চাদের বিনামূল্যে টিউশন পড়াচ্ছেন তিনি। পাড়ার ক্লাব ঘরে সকালে দুই ঘণ্টা বাচ্চাদের পড়িয়ে নিজের কাজে বেড়িয়ে পড়েন তিনি।
ধ্রুব জানান, গত একবছর ধরে আমি এলাকার ছেলেমেয়েদের পড়াচ্ছি। আমি বাচ্চাদের থেকে কোনোরকম পারিশ্রমিক নিই না। এই এলাকার পরিবারগুলি নিম্নবিত্ত। শিক্ষা থেকে অনেকটাই দূরে এলাকার ছেলেমেয়েরা। এলাকার বাচ্চাদের শিক্ষিত করতেই এই উদ্যোগ।
স্থানীয় এক বাসিন্দা চন্দনা মণ্ডল জানান,
"ধ্রুব নামে এক যুবক এলাকার বাচ্চাদের বিনামূল্যে টিউশন পড়াচ্ছে। এতে আমাদের মতো পরিবারের লোকদের অনেক সুবিধে হচ্ছে"
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments