top of page

শহরে টোটো নিষেধাজ্ঞা তুলতে প্রশাসনের দ্বারস্থ চালকরা

টোটোচালকদের সমস্যার সমাধান সহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ হল আরএসপি পরিচালিত শ্রমিক সংগঠন ইউটিইউসি নেতৃত্ব। মঙ্গলবার দুপুরে জেলাশাসকের কাছে ডেপুটেশন দিতে আসে সংগঠনের জেলা সভাপতি গৌতম গুপ্ত, সম্পাদক সর্বানন্দ পাণ্ডে সহ অন্যান্যরা।



ই-রিক্সা বিক্রিতে কালোবাজারি রুখতে ও চালকদের কাছ থেকে নেওয়া ২০ হাজার টাকা ফিরিয়ে দেওয়া সহ একাধিক দাবি নিয়ে এদিন জেলাশাসকের কাছে ডেপুটেশন দেয় সংগঠনের কর্তারা। ইউটিইউসি'র জেলা সভাপতি গৌতম গুপ্ত জানান, ৩১ জানুয়ারির পর থেকে মালদা শহরে টোটো(#Toto) চলাচল নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। ১ ফেব্রুয়ারি থেকে শহরে শুধুমাত্র ই-রিক্সা চলবে। টোটোচালকদের পুরোনো গাড়ি ফিরিয়ে নির্দিষ্ট ২০ হাজার টাকা দেওয়ার কথা বলা হলেও, সেই টাকা দেওয়া হচ্ছে না। কখনও ১০ হাজার, আবার কখনও ১৫ হাজার টাকা দেওয়া হচ্ছে। পাশাপাশি ৩১ জানুয়ারির বদলে ৩১ মার্চ পর্যন্ত শহরে টোটো চলাচলের জন্য প্রশাসনের কাছে অনুরোধ করা হয়েছে।

Commenti


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page