top of page

জুয়ার আসরে চলল গুলি, গুলিবিদ্ধ এক

জুয়ার আসরে বিবাদের জেরে গুলিবিদ্ধ এক ব্যক্তি। উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ ব্যক্তিকে কলকাতা রেফার করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।


গুলিবিদ্ধ ব্যক্তির নাম আসগর শেখ (৩৭)। বাড়ি মালদা শহরের মহেশমাটি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো গতকাল রাতেও ওই এলাকায় জুয়ার আসর বসে। ভোরে চারটে নাগাদ আসরে গোলমাল শুরু হয়। গোলমাল থেকে দীপঙ্কর সরকার ও আসগরের হাতাহাতি শুরু হয়ে যায়। অভিযোগ, সেই সময়ই আসগরের পিঠে দীপঙ্কর গুলি চালায়। তড়িঘড়ি আসগরকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে কলকাতা রেফার করে দেন।


খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইংরেজবাজার থানার পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি কার্তুজের খোল। এই ঘটনায় মূল অভিযুক্ত দীপঙ্করকে আটক করা হয়েছে। পুলিশসুপার প্রদীপকুমার যাদব জানান, ওই এলাকায় তাস খেলা চলছিল। খেলা চলাকালীন তর্কাতর্কি হওয়ায় গুলির ঘটনা ঘটেছে। ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে ওই এলাকায় জুয়া খেলা হচ্ছিল বলে তদন্তে এখনও উঠে আসেনি।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page