সদ্যোজাতের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, ক্ষোভ মালদা শহরে
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jan 18, 2022
- 1 min read
মন্দিরে সদ্যোজাতের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য মালদা শহরের হ্যান্টাকালী মন্দির সংলগ্ন এলাকায়। খবর পেয়ে সদ্যোজাতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ইংরেজবাজার থানার পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের দাবি, আজ সকালে প্রাতর্ভ্রমণ করতে যাওয়ার সময় বিষয়টি নজরে আসে কয়েকজন বাসিন্দার। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ওই সদ্যোজাতের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। এধরণের ঘটনা এই এলাকায় প্রায়শই ঘটছে। তাঁদের অনুমান, সম্ভবত কুকুরের দল ওই সদ্যোজাতের দেহ টেনে নিয়ে এসেছে। এর আগেও হাসপাতাল সংলগ্ন এলাকায় সদ্যোজাতের দেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। অবিলম্বে প্রশাসনের উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত।
[ আরও খবরঃ গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments