উত্তরপ্রদেশে জালনোট পাচারের ছক বানচাল করল পুলিশ
গোপন সূত্রে খবর পেয়ে এক লক্ষ টাকার জালনোট সহ দুই পাচারকারী গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। গতকাল রাতে মালদা শহরের কানিরমোড় থেকে ওই দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়। ধৃতদের আজ মালদা জেলা আদালতে তোলা হয়েছে।
ধৃত দুই পাচারকারী নাম মহ: মাকসুদ ও সাবিরুদ্দিন শেখ। মাকসুদের বাড়ি মালদা জেলার কালিয়াচকে। সাবিরুদ্দিন উত্তরপ্রদেশের রামপুর জেলার বাসিন্দা। ইংরেজবাজার থানার পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া সমস্ত নোটগুলি ২ হাজার টাকার। জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে, জালনোটগুলিকে কালিয়াচক থেকে উত্তরপ্রদেশে পাচার করার ছক কষেছিল তারা। ধৃত দুই পাচারকারীকে পাঁচ দিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে আজ জেলা আদালতে পেশ করা হয়েছে।
Comments