ডাকাতির ছক বানচাল, ইংরেজবাজারে অস্ত্র সহ গ্রেফতার চার
গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতির ছক ভেস্তে দিল ইংরেজবাজার থানার পুলিশ। গতকাল রাতে মালদা শহরের ফার্ম এলাকা থেকে চারজনের একটি ডাকাতদলকে ধারালো অস্ত্র সহ গ্রেফতার করা হয়। ধৃতদের আজ জেলা আদালতে পাঠানো হয়েছে।
গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার সাদা পোশাকের পুলিশ মালদা শহরের ফার্ম এলাকায় হানা দেয়। তথ্য অনুযায়ী চার যুবককে হাঁসুয়া, লোহার রড, হ্যাকসো, ব্লেড সহ গ্রেফতার করে। ধৃতদের নাম সোকু পাল, রাহুল শেখ, অভিজিৎ ঘোষ, আপ্পু সিংহ।
ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে ধৃতদের প্রত্যেকের বাড়ি ইংরেজবাজার থানার বিভিন্ন এলাকায়। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।
মালদা জেলার টাটকা নিউজ এখন আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে। বিনামূল্যে পড়তে এখানে ক্লিক করুন
Comments