পুলিশের হানায় ব্রাউন শুগার সহ ধৃত যুবক
৩০৫ গ্রাম ব্রাউন শুগার সহ এক যুবককে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃত যুবককে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
গতকাল রাতে ইংরেজবাজার থানার পুলিশ কোতোয়ালি গ্রামপঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায় হানা দিয়ে এক যুবককে গ্রেফতার করে। ধৃত যুবকের হেপাজত থেকে উদ্ধার হয় ৩০৫ গ্রাম ব্রাউন শুগার। ধৃত যুবকের নাম আমানাতুল্লা খান (২২)। বাড়ি কালিয়াচকের বাখরপুরে।
ইংরেজবাজার থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ধৃতকে পুলিশি হেপাজতের আবেদনে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
[ আগের খবরঃ টাকা নিয়ে বিবাদের জেরে বউদির কান ছিঁড়ল ননদ ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments